অরুন রাহা, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ ইনছান বেগম (৫০) নামে এক নারী কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলোঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ড নিলু শেখ এর পাড়া গ্রামের মোঃ ইয়ার আলী শেখ এর স্ত্রী মোছাঃ ইনছান বেগম (৫০)।
থানা সূত্রে জানা যায়, ২৪শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে ২:৪৫ টার দিকে অভিযান পরিচালনা কালে গোয়ালন্দ ঘাট থানাধীন গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ড ইমাম বাড়ি সংলগ্ন নিলু শেখের পাড়া গ্রামের মোছাঃ ইনছান বেগম (৫০) স্বামী মোঃ ইয়ার আলী শেখ এর বসত বাড়ির উঠান হইতে মাদক ব্যবসায়ী মোছাঃ ইনছান বেগম (৫০)কে ৬১০ (ছয়শত দশ) টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারি বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply