সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে উপজেলার বনফুল মাধ্যমিক বিদ্যালয়ে মিনি ম্যরাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আরআরএফ ও পিকেএসএফ এর যৌথ আয়োজনে চার কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়ে শতাধীক শিক্ষার্থী অংশ নেয়।
কৈশর কর্মসুচির আওতায় বিভিন্ন ইউনয়নে কিশোর ক্লাবের কিশোররা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এতে প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণির ছাত্র সাকিব মোড়ল, দ্বিতীয় স্থান হয়েছে সপ্তম শ্রেণির ছাত্র ফাহিম শেখ ও তৃতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণির ছাত্র খালিদ শেখ।
এসময় বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবর রহমান, সহকারি শিক্ষক মো: জিল্লুর রহমান, প্রোগ্রাম অফিসার ইনচার্জ লাতিফা আক্তার, শাখা ব্যবস্থাপক হিরেন্দ্রনাথ তরফদারসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply