গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি দুপুর ১টায় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা সাকায়াত হোসেন মোল্লার স্মরণে ও তার আত্মার মাগফেরাত কামনায় এসময় ১১০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার আল-বেলি আফিফা।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার গোপালগঞ্জ বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সবেদ আলী ভূঁইয়া, মোল্লা আসাদুজ্জামান, মোল্লা আবুল কালাম প্রমুখ। এ সময় মরহুমের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Leave a Reply