অরুণ রাহা, রাজবাড়ী : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি জেলা প্রশাসন, রাজবাড়ীর আয়োজনে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী কেরামত আলী, মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী – ১।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ; সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন; মোঃ রকিবুল হাসান পিয়াল, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা পরিষদ, রাজবাড়ী সদর; বীরমুক্তিযোদ্ধা জনাব মহসিন উদ্দিন বতু, বীরমুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়।
Leave a Reply