অরুণ রাহা, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছেন।
জানা যায়, অভিযান পরিচালনা করে ২ টি চোরাই গরু উদ্ধার,ওই রাতে গরু চুরির ঘটনার সহিত জড়িত থাকায় আসামী ১ মোঃ ইয়াকুব মোল্লা (৪০), পিতা মোঃ আফজাল হোসেন মোল্লা, সাং কলা বাড়ীরচর(বাগদুল), ২ মোঃ সামাদ শেখ ওরফে সোহাগ(২২), পিতা মৃত আমিরুল ইসলাম, সাং গাড়াল মধ্যপাড়া, উভয় থানা-পাংশা, জেলা-রাজবাড়ী দ্বয়কে গ্রেফতার করেন। এছড়া ১৮ ফেব্রুয়ারি পাংশা মডেল থানা পুলিশ ঘটিকার পাংশা থানাধীন কাচারীপাড়া সাকিনস্থ জনৈক মোঃ মিরাজ (২০) এর বসত বাড়ী সংলগ্ন পূর্ব পার্শ্বে বেড়িবাধের পাকা রাস্তার উপর হইতে ৪১ পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১ মোঃ মিরাজ (২০), পিতা-মোঃ জিন্নাহ প্রামানিক, সাং কাচারীপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন।
এছাড়াও ধর্ষণ মামলার আসামি মোঃ ইছারুহুল্লা ওরফে বিরু শেখ (২০), পিতা-মোঃ আঃ খালেক শেখ সাং- পেঁচুয়াট, থানা-পাংশা, জেলা রাজবাড়ীকে গ্রেফতার করেন,এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আমিন শেখ (৩৪), পিতা-মৃত বাবর শেখ, সাং- চৈতাগ্রাম, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply