স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় এক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর মূখ্য আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ।
উক্ত সভায় সভপতিত্ব করেন- মুহাম্মদ মোমিনুল ইসলাম মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক বিকেবি গোপালগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ খোরশেদ আলম মহাব্যবস্থাপক বিকেবি বিভাগীয় কার্যালয় ফরিদপুর।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী বিকেবি এস এম শাহ নেওয়াজ, কৃষি ব্যাংক গ্রাহক- হারুন উর রশিদ হাজরা, ইউপি সদস্য গোলাম মস্তফা, বিকাশ চন্দ্র মজুমদার, মিরাজ শেখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক- ইমরুল মীর, পল্টন দত্ত, কৃপা সিন্ধু বিশ্বাস, আনিছুর রহমান, সন্দিপ কুমার ঢালী, অফিসার- ইমাম হোসেন, রিয়াজুল ইসলাম, গ্রাহক- ফজলুল হক মোল্লা, আব্দুল ওহাব, তুহিন হোসেন ভূইয়া, খোরশেদ আলম, দিপক ফলিয়া, ইউনুছ মোল্লা সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষি ব্যাংকের গ্রাহক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply