কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় তাসলিমা বেগম নামের এক শিক্ষকের বাসায় ডাকাতি হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে থানার অদূরে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ এলাকায় এঘটনা ঘটেছে।
তাসলিমা বেগম বাংলাবাজার বোর্ড সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। তার স্বামীর নাম রিয়াজুল ইসলাম।ঘটনার সময় বাসায় কোন লোকজন ছিলনা। তারা কয়েক দিন ধরে ঢাকা অবস্থান করছিল।
জানা গেছে, তাসলিমা বেগমের তিনতলা বাসার নিচতলায় তিনি বসবাস করতেন। অপর তালাগুলোতে একজন পুলিশ পরিবারসহ ভাড়াটেরা বসবাস করতো। ঘটনার দিন রাতে দূর্বৃত্তরা বাসার উত্তর পাশের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে একটি স্টিল আলমারীর দরজা ভেঁঙ্গে মালামাল তছনছ করে। এ ছাড়াও বাসার অন্যান্য মালামাল তছনছ করে। প্রতিবেশীরা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে ডাকাতরা কোন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে কিনা তা এই মুহূর্তে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে এটি কোন ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা হতে পারে।
Leave a Reply