অরুণ রাহা, রাজবাড়ী : বাদী স্বপন কুমার বিশ্বাস (৬৮) থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ২/৩ জন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদীর শ্বাশুড়ী আশা লতা দাস (৭৫) স্বামী-মৃত সন্তোষ কুমার দাস, সাং-সরিষা, ডাকঘর-প্রেমটিয়া, ইউপি-শরিষা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী এর কোন পুত্র সন্তান না থাকায় এবং দুই কন্যা বিবাহিত হওয়ায় আশালতা নিজ গৃহে একাকী বসবাস করত।
বাদীর শ্বাশুড়ী দুইটি গাভী পালন করত এবং প্রতিবেশী সুকুমার ওরফে বিষু প্রতিদিন সকাল বেলা গরু গুলো গোয়াল ঘর হইতে বের করত এবং সন্ধ্যায় গোয়াল ঘরে নিয়ে রাখতো।
বাদীর শাশুড়ী প্রতিদিনের ন্যায় ১২/০২/২০২৪ খ্রিঃ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় খাওয়া ধাওয়া শেষে বাড়ীর বাহির গেইট এবং ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ১৩/০২/২০২৪ খ্রিঃ তারিখ সকাল বেলা সুকুমার ওরফে বিষু গরু বের করার জন্য বাদীর শাশুড়ীকে ডাক দিলে কোন শাড়া শব্দ না পেয়ে বাড়ীর প্রাচীরের উপর উঠে বাদীর শাশুড়ীর মৃত দেহ বাড়ীর বারানন্দায় পড়ে থাকতে দেখে।
পরবর্তীতে লোকজন ডেকে এনে বাড়ীর মূল গেইট খুলে আশালতার রক্তাক্ত মৃত দেহ দেখে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বাদীর ভাই (আশালতা দাসের ছোট জামাতা) ফোনে জানায়। বাদীর ভাই বাদীকে বিষয়টি জানায়। বাদী উক্ত সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তার শাশুড়ী রক্তাক্ত মৃতদেহ ঘরের বারান্দায় পড়ে থাকা অবস্থায় এবং তার শাশুড়ীর স্বর্ণের বালা, দুল ও আংটি পরিহিত না থাকা অবস্থায় দেখতে পায়।
যার ওজন অনুমান ১ ভরি ১১ আনা মূল্য অনুমান ১৮৬৬২৫/- টাকা। অজ্ঞাতনামা ২/৩ জন দুষ্কৃতকারী বাদীর শাশুড়ি আশালতাকে হত্যা করে তার সাথে থাকা অনুমান ১ ভরি ১১ আনা মূল্য অনুমান ১৮৬৬২৫/- টাকা লুন্ঠন করে নিয়ে যায় মর্মে বাদী এজাহারে উল্লেখ করেন। অত্র মামলার ঘটনাস্থলে গিয়ে আমিসহ এসআই/ সেলিম হোসেন মৃতদেহ ভালভাবে উলট পালট করে দেখে আশালতা দাসের মাথার উপরিভাগে ভারী কোন বস্তু দ্বারা গুরুতর আঘাত ও বাম কানের দুল জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার কারণে তার কানের লতি ছিড়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। এসআই সেলিম হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করেন। আমি ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তদন্ত করিতে গিয়ে জানিতে পারি যে, ঘটনা ঘটার পর হতে মৃতা আশা লতার প্রতিবেশী বিশ্বজিৎ কুমার বিশ্বাস (২৪) পিতা- সুজিত বিশ্বাস, সাং-সরিষা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী পলাতক রয়েছে এবং সে সকাল বেলা বাড়ী থেকে বের হয়ে রাজবাড়ী গেছে। তখন গুপ্তচরের মাধ্যমে সুকৌশলে রাজবাড়ী থেকে তাকে তার বাড়ীতে আনা হয়। গত ১৩/০২/২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১১:৫৫ ঘটিকার সময় তাকে তার বসত বাড়ীর ঘরের মধ্যে পেয়ে আটক করে ঘরের মধ্যে তাকে ঘটনা সংক্রান্তে দফায় দফায় জিজ্ঞাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে আশা লতাকে হাতুড়ী দিয়ে আঘাত করে হত্যা করতঃ আশা লতার হাতে পরিহিত একজোড়া স্বর্ণের বালা, কানে পরিহিত টানাসহ এক জোড়া স্বর্ণের কানের দুল এবং হাতের আঙ্গুলে পরিহিত একটি স্বর্ণের আংটি নিয়ে যায় মর্মে স্বীকার করে।মামলা রুজুর পর তাকে ১৩/০২/২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১৪:০৫ ঘটিকার সময় সূত্রোক্ত মামলায় গ্রেফতার করা হয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। আসামী বিশ্বজিত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, হাতুড়ী দিয়ে আঘাত করে হত্যা করার পর লুণ্ঠিত স্বর্ণালংকার নিয়ে স্বর্ণকার অরুপ কর্মকার @ কানু (৩৫), পিতা- মৃত অরুন কর্মকার, এ/পি সাং- বিনোদপুর, স্থায়ী সাং- লক্ষীকোল রাজধরবাড়ী, থানা ও জেলা- রাজবাড়ী এর দোকানে যায়। সেখানে লুন্ঠিত হাতের বালার স্বর্ণ থেকে চাচ আলাদা করে স্বর্ণের বালা দুইটি খন্ড খন্ড করতঃ বিক্রির চেষ্টা করে। বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে সে প্রথমে সরিষা বাজারস্থ তার বিশ্বাস ইলেকট্রনিক্স নামক দোকানে গিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার গুলো কাগজে পেচিয়ে একটি এলইডি টিভির খালি বাক্সে লুকিয়ে রাখে। আসামী আরও জানায় হত্যা করার পর তার পরিধেয় কাপড় চোপড়ও তার দোকানে লুকিয়ে রেখেছে এবং হাতুড়ীটি তাদের ঘরের পশ্চিম পাশের পুকুরে ফেলে দিয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক সরিষা বাজারস্থ তার বিশ্বাস ইলেকট্রনিক্স নামক দোকান থেকে তার বের করে দেওয়া মতে স্বর্নের টানা চেইনসহ একজোড়া কানের দুল, একটি স্বর্নের আংটি, স্বর্ণের বালার ৯ টি খন্ডিত অংশ, ঘটনার সময় পরিহিত কাপড় চোপড়(রক্তের দাগ যুক্ত) এবং আসামীর বসত বাড়ীর পশ্চিম পাশের তার পিতার মালিকানাধীন পুকুরের মধ্যে হইতে তার দেখানো মতে হত্যার কাজে ব্যবহৃত একটি হাতুড়ী উদ্ধারপূর্বক জব্দ করি। আসামী বিশ্বজিত কুমার বিশ্বাস আশালতা দাসকে হাতুড়ী দিয়ে আঘাত করতঃ হত্যা করে তার স্বর্ণালংকার লুন্ঠন করে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে এবং সেই মোতাবেক জব্দ করা হয়। আসামী সেচ্ছায় ঘটনার সংঘটনের সত্যতা স্বীকার করে এবং তার দেখানো ও বের করে দেওয়া মতে লুন্ঠিত মালামাল ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়।
Leave a Reply