মো.হারুনুর রশিদ, কচুয়া : কচুয়া উপজেলা বুধুন্ডা গ্রাম দৌলাগাজী প্রধানীয়া বাড়ীতে ১৩ই ফেব্রুয়ারী আনুমানিক দুপুর ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় মুক্তার হোসেন, সাইফুল ইসলাম , বজলুসহ আরোও অনেকের ছোট বড় প্রায় ১৫টি ঘর পুড়ে ছাই, এতে ক্ষতিগ্রস্থ প্রায় ২/৩কোটি টাকা।
অগ্নিকান্ডের এই ঘটনায় তাদের স্বপ্নের গড়া এই বসত ঘর গুলো নিমিষেই নিঃস্ব করে দিলো। ভেঙে গেলো তাদের সকল স্বপ্নগুলো।
তবে জানা যায়, এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ঘরে থাকা সিলিন্ডার গ্যাস থেকে। ঘর গুলোতে থাকা তাদের প্রত্যেকের প্রায় ৭০/৮০ভরি স্বর্ণ, নগদ ৩৫/৪০লক্ষ টাকা ও খাট, স্টীলের, কাঠের আলমারি, সুকেশ, ড্যাসিং টেবিলসহ ঘরে থাকা কাপড়চোপড় ও সকল প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই তারা আনামত পায়নি বলেও জানান।
এ অগ্নিকান্ড ঘটনাটি হওয়ার পর ডাক-চিৎকার শুনে প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা যাবত, পানির স্যাঁচকরা মেশিনের মাধ্যমে, এলাকা ও আশপাশের গ্রাম বুধুন্ডা মাঝিগাছা কয়েকটি গ্রাম সম্বলিত হয়ে, সকল লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে দ্রুত খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এতো বড় ক্ষয়ক্ষতির জন্য, ক্ষতিপূরণে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবারগন।
Leave a Reply