বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে আনোয়ার বেপারী ও খাদিজা বেগম নামের দুই পেশাদার মাদক দম্পতিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে উজিপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো. মাহাবুবুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে উজিপুরের শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে ওসি মো. জিয়াউল আহসান ও এসআই মাহাবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রেতা ও সাতটি মামলার আসামি আনোয়ার বেপারী ও তার স্ত্রী খাদিজা বেগমকে ৩ কেজি ৮৬০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক দম্পতি কালকিনি উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্র্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply