গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব,
বরিশালের গৌরনদীর ভূরঘাটায় যাত্রীবাহী বাসে প্লাষ্টিকের ড্রামে অজ্ঞাতনামা তরুনী (৩০) এর লাশ। এ নিয়ে এক সপ্তাহের ব্যাবধানে তিনটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করল থানা পুলিশ। এর মধ্যে দুজন নারী একজন পুরষ। এর মধ্যে দুটিই হত্যাকান্ড। কারো পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো মহা-সড়কের আসেপাশে পাওয়া যাচ্ছে। ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ গুলো গৌরনদীতে ফেলে যায়।
শুক্রবার রাতে বরিশাল শহরের নতুল্লাবাদ বাসস্টান্ড থেকে গৌরনদীর ভূরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা পিএস ক্লাসিক পরিবহনের একটি বাসে প্লাষ্টিকের ড্রামে অজ্ঞাতনামা তরুনী(৩০)এর লাশ পাওয়া গেছে। বাস স্টাফদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান,তরুনীর লাশ ভর্তি ড্রামটি গরিয়ারপাড় নামক স্থান থেকে বাসে তোলা হয়েছিল। এর আগেরদিন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বার্থী খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা তরুনী (৩০) এর বিকৃত লাশ উদ্ধার হয়। গত সপ্তাহে উপজেলার বিল্বগ্রাম নামক গ্রাম থেকে বাস বাগানে গলায় ফাস দেয়া ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা পুরুষ (৪০) এর লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার পরিদর্শক আফজাল হোসেন এ সংবাদদাতাকে জানান, মৃতদের পরিচয় ও হত্যাকান্ডের রহস্য বের করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
Leave a Reply