নারায়নগঞ্জ থেকে আনিছুর রহমান আনিছ,
কাগজপত্র বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে (১৯ নভেম্বর) সকাল ১০ টায় ডিবি – ট্রাফিক পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সরজমিনে দেখা যায়, ভূলতা গাউছিয়ার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ অবৈধ মোটরসাইকেল ও কাগজপত্র বিহীন গাড়ি পর্যবেক্ষণ করছেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ, গ’ সার্কেল পুলিশ সুপার মাহিন ফরাজি , ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা, ট্রাফিক পুলিশ ইনস্পেকটর মোঃ মনিরুল ইসলাম ও সার্জেন্ট রফিকুল ইসলাম, এ অভিযান পরিচালনা করেন। এসময় ডিবি পুলিশের ২০ জন ও ভূলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে অংশ নেয়।
সকাল সাড়ে ১০টায় এ অভিযান শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। অভিযানে কয়েক শতাধিক মোটর সাইকেল আটক করে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে বিভিন্ন অপরাধে ১৭ টি মামলা দেওয়া হয়। এবং ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কাগজপত্র না থাকায় ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদ পারভেজ চৌধুরী বলেন, এলাকায় অবৈধ মোটর সাইকেল দিয়ে ছিনতাই, মাদক পাচাররসহ বিভিন্ন অপরাধ বন্ধের লক্ষে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ’ সার্কেল পুলিশ সুপার মাহিন ফরাজি বলেন,বর্তমানে অসচেতন ভাবে লাইসেন্স বিহীন অবৈধ গাড়ি চালায় যা থেকে মূলত দূর্ঘটনার সৃষ্টি হয়।দূর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply