গাজীপুর থেকে এস.এম দুর্জয়,
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরমী ইউনিয়নে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে ঢাকঢোল পিটিয়ে পালিত হলো আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।(১৬ নভেম্বর) সোমবার বিকাল ৩টায় বরমী বাজার মুক্তমঞ্চে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে রেলী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও বরমী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য হারুন অর রশিদ(বাদল) এর সন্ঞ্চালনায় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল লতিফ,বরমী আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত,বরমী বাজার বণিক সমিতি এবং বরমী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃজহিরুল ইসলাম সরকার,
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল,শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সেলিম শেখ,বরমী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী এস.এম ফয়সাল আবেদীন,যুবলীগ নেতা মোঃ মাসুম সারোয়ার,বরমী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ এমদাদুল হক(এমদাদ),যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর,বরমী ইউনিয়ন শ্রমিকলীগ নেতা রবি সরকার,ছাত্রলীগ নেতা এনামুল,ছাত্রলীগ নেতা সজীবসহ উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন,আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের (১১ নভেম্বর) প্রতিষ্ঠিত হয়,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গনতন্ত্র,শোষণমুক্ত সমাজ অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীন ভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ,দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারন, গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা।আলোচন সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সুস্থতা কামনা করে দোয়া করেন,এবং গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির সুস্থতা কামনা করে দোয়া করেন,আল্লাহ পাক যেন সুস্থ ও ভালো রাখেন।
Leave a Reply