বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশাল জেলার গৌরনদী উপজেলার আলোচিত সেই নববধু এবার পঙ্গু স্বামীকে রক্ষায় নিজ জন্মদাতা পিতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। রবিবার রাতে গৌরনদী মডেল থানায় তিনি (নববধু) ডায়রীটি দায়ের করেন। পঙ্গু স্বামীর বিরুদ্ধে থানায় দায়ের করা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে জন্মদাতা বাবার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন জেলার আলোচিত পালিয়ে বেড়ানো সেই নববধু (১৮)।
সোমবার সকালে ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, রবিবার রাতে ওই নববধূ গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপারের সাথে আলোচনা করে থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরীতে সে (নববধু) উল্লেখ করেন, উপজেলার পশ্চিম বার্থী গ্রামের বিজয় রায়ের পুত্র লিটন রায়ের (এক পা বিহীন) সাথে তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিষয়টি জানতে পেয়ে চাঁদশী গ্রামের তার বাবা অন্যত্র বিয়ে করেন। গত ২২ অক্টোবর সে (নববধূ) বাবার বাড়ি থেকে পালিয়ে লিটন রায়কে বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে হয়রানীর উদ্দেশ্যে পঙ্গু লিটন রায়ের বিরুদ্ধে থানায় একটি মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন নববধুর পিতা অসিম সোম।
Leave a Reply