বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নবাগত নিবার্হী অফিসারকে বরণ ও সাকেব নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে নবাগত নির্বাহী অফিসার মো.আবুল হাশেমকে বরণ ও সাবেক নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানা অনুষ্ঠিত হয়ে।
সভায় অতিথি ছিলেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলার নবাগত যোগদানকারি নির্বাহী অফিসার মো.আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম ছরোয়ার, আগৈলঝাড়া প্রেসক্লাব আহবায়ক কেএম আজাদ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলামসহ প্রমুখ। পরে নবাগত নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম ও বদলি জনিত কারনে নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
Leave a Reply