বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়ায় অনুমোদনহীন‘রেড ক্রিসেন্টের’ নামে একটি মাতৃ সদন ক্লিনিকে ডেলিভারি করাতে গিয়ে গর্ভের সন্তানসহ প্রসুতি মা’য়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত প্রসুতি স্বামী মন্টু বাহাদুর মঙ্গলবার সকালে মামলা দায়ের করলে পুলিশ ক্লিনিকটি সিলগালা করে এজাহারভূক্ত আসামি রাশিদা বেগম ও মায়া বেগম নামে দুই আয়াকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজাতে প্রেরে করেছে। স্থানীয় ও আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মাজারুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের দরিদ্র ভ্যান চালক মন্টু বাহাদুরের স্ত্রী সীমা বেগমের প্রসব বেদনা শুরু হলে সোমবার সকাল সাতটার দিকে তাকে পশ্চিম বাগধা রেড ক্রিসেন্ট মাতৃ সদন ক্লিনিকে নেয়া হয়।
ওই ক্লিনিকে আয়া রাশিদা বেগম ও মায়া বেগম সকাল সাড়ে নয়টার দিকে সন্তান সম্ভবা সীমা বেগমের ডেলিভারী করাতে গিয়ে গর্ভের সন্তানসহ সীমার মৃত্যু হয়। বিষয়টি সীমার স্বজনদের কাছে গোপন রেখে সীমাকে অন্যত্র নিয়ে ডেলিভারী করার কথা বলে। সীমার ভ্যান চালক স্বামী মন্টু ক্লিনিকের আয়াদের কথানুযায়ি দ্রুত সীমাকে পয়সারহাট আদর্শ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রোগীর অবস্থা গ্রুতর হওয়াতে চিকিৎসকর সীমাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ প্রদান করেন। স্বামী মন্টু স্ত্রী-সীমাকে নিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা সীমাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. মামুন মোল্লা সাংবাদিকদের বলেন, সীমাকেস্বাস্থ্য কমপ্লেক্সে অনার পূর্বেই মারা গেছে।
বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার ও থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তারা ময়নাতদন্তের জন্য নিহত সীমার লাশ উদ্ধার করে। লাশ পোষ্ট মডেমের জন্য গতকাল মঙ্গলবার সকালে বরিশাল মর্গে প্রেরন করেছেন।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.গোলাম ছরোয়ার সাংবাদিকদের জানায়,ওই ঘটনায় নিহতের স্বামী মন্টু বাহাদুর বাদী হয়ে ‘রেড ক্রিসেন্টের’ মাতৃসদন ক্লিনিকের আয়া রাশিদা বেগম ও মায়া বেগমকে আসামী করে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন, যার নং-৩। ওই মামলার আসামী দুইজনকে পুলিশ গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার সকালে তাদের দুইজনকে বরিশাল আদালতে হজির করা হলে আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজাতে প্রেরে করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, কোন রেজিষ্ট্রার চিকিৎসক না থাকার পরেও সেখানে কর্মরত রেড ক্রিসেন্ট মাতৃ সদন ক্লিনিকের সরকারী কোন অনুমোদন নেই। তাদের রোগী ভর্তি ও চিকিৎসা সেবাদেওয়ার আইনগত কোন বৈধতা নেই। ওই ক্লিনিকের কাগজপত্রসহ যাবতীয় কার্যক্রম পরিদর্শনের জন্য স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদারকে বলা হয়েছে।
Leave a Reply