জয়পুরহাট থেকে ফারহানা আক্তার ,
সফল চেয়ারম্যান ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গোল্ড-মেডেল ২০২০ প্রাপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন চকবরকত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান আলী বাংলাদেশ সরকার অনুমোদিত শেরে-বাংলাসহ মহান ব্যক্তিদের ওপর তথ্য সংগ্রহ, গবেষণা, প্রকাশনা ও একটি অরাজনৈতিক শিক্ষা-সাংষ্কৃতি সমাজসেবামূলক প্রতিষ্ঠান শেরে-বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ এর উদ্যোগে আগামী ১৩ নভেম্বর ২০২০ইং তারিখ শুক্রবার বিকাল ৪টায় রাজধানী ঢাকার ৩৭/এ সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা ভবনের কচি-কাঁচা মিলনায়তনে মহান জাতীয় নেতা শেরে-বাংলা এ.কে ফজলুল হকের ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে।
এই উপ-মহাদেশে শেরে-বাংলা এ.কে ফজলুল হক একজন অনস্বীকার্য ব্যক্তিত্ব এবং তার অবদান এতদঞ্চলে সর্বজন স্বীকৃত। উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিবর্গসহ প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম উপস্থিত থাকবেন।
জানা গেছে, শেরে-বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও মহা-সচিব মোঃ আর.কে.রিপন এর স্বাক্ষরিত চকবরকত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান আলী বরাবর ডাকযোগে পাঠানো একটি আমন্ত্রণ পত্রে আপনি সফল চেয়ারম্যান ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গোল্ড-মেডেল ২০২০ প্রাপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন মর্মে জুরি বোর্ডের চুড়ান্ত সিদ্ধান্তের অনুকুলে এক কপি ছবি ও জীবনবৃত্তান্ত রেজিষ্ট্রেশনের জন্য উপরোক্ত ঠিকানার কার্যালয়ে পাঠানোর অনুরোধ করে ধার্য তারিখ অনুযায়ী উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে উক্ত অনুষ্ঠানে পুরষ্কার প্রাপ্তরা অত্র প্রতিষ্ঠানের সন্মানিত সদস্য হিসেবে মনোনিত হবেন বলে জানানো হয়েছে।
Leave a Reply