ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলাধীন শিপলিতা মেসার্স মেরী ব্রিক ফিল্ড ইট বাটা নির্মাণের কারণে আমার বাগানবাড়ির গাছপালা ও ফসলাদি নষ্ট হওয়ার উক্ত ইট বাটা অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা , আমার সালাম ও শুভেচ্ছা নিবেন । আমি নির্মম স্বাক্ষর কারী এডভোকেট খান শহীদুল ইসলাম , পিতা মৃত কোবান আলী খান , সাং উওর শিপলিতা , থানা ও জেলা ঝালকাঠি। আমার পৈত্রিক নিবাসের কিছু সম্পত্তি তথা প্রায় তিন বিঘা জমিতে সুপারি বাগান, ও নারকেল বা সৃজন করে সম্পত্তি ভোগ দখলে আছি। কিন্তু আমার ভোগদখলীয় সম্পরি পাশে গত ১০ বছর পূর্বে একই এলাকার আ: হাতেম জমাদ্দারের পুত্র মোঃ শহীদ তার স্ত্রীর নামকরণে মেসার্স মেরী ব্রিক ফিল্ড নামে একটি ইট ভাটা নির্মাণ করেন।
যার দুরত্ব আমার ভোগদখলীকৃতসম্পত্তি হতে ৩০/৪০ ফুট দূরত্বে।উক্ত ইট ভাটাটি আমার বাগান বাড়ির নিকটে হওয়ার কয়লার আগুনের তাপে ও ধুমায় আমার সৃজিত বাড়ীর বাগানের সুপারি গাছ, কলাগাছ, নারিকেল গাছ,ও অন্যান্য চুষাৎ আমার বাড়ীর বাগানের সুপী দাছ , ও অন্যান্য ফসলাদি পুড়িয়া শেষ হয়ে গেছে । এ বিষয়টি ব্রিক ফিল্ডের মালিক শহীদ জমাদ্দারকে জানালে এবং উহার প্রতিকার চাইলে তিনি তাতে কোন কর্ণপাত করছেন না এবং ক্ষতির কারণ মানতে রাজি হচ্ছেন না। বরং আমার সহিত দুর্ব্যবহার করে।
আমার ও আমার অপর ভাইয়ের বাগান বাড়িসহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বসত বাড়ি ও বাগান , যা মেসার্স মেরী ব্রিক ফিল্ড এর জ্বলন্ত আগুনে পুড়িয়া কয়লা হইয়া যায় । ইহাতে আমার কয়েক লক্ষ টাকার গাছ পালা ও ফসলাদি সহ ও বসত বাড়ীর লোকজনের বিষাক্ত কয়লার গ্যাসে স্থানীয় বাসিন্দাদের জীবন বিপন্ন হওয়ার পথে । জাতির জাগ্ৰত বিবেক সাংবাদিক বন্ধুরা , আমি একজন আইনজীবি হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে উক্ত অন্যায় কাজের সমাধানের প্রচেস্টা করে আসছি।
আমি জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রতিকার চেয়ে আবেদন করছি । কিন্তু এখন পর্যন্ত কোন সুষ্ঠু সমাধান হয় নাই । তাই আমি আপনাদের স্নরণাপন্ন হয়েছি । আপনার প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করে আমার ক্ষয়ক্ষতির বিষয়টি আপনাদের স্ব স্ব মিডিয়ায় তুলে ধরে আমাকে অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করবেন।
আপতির বিষয়টি ভাল্লামের স্বাধ বামাকে অনুরীয় ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করবেন । পরিশেষে আপনাদের কাছে আমার অনুরোধ এই যে , পাদেশের ভারসাম্য হায় রাখার জন্যে সবুজ বৃক্ষনি ২ ত বাটার আক্রমণ থেকে রক্ষা পেতে দেশ ও জাতির স্বার্থে আপনারা এটি আসবেন বলে আমার দৃঢ় বিশ্বাস । আপনারা মূল্যবান সময় ব্যয় করে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ফ্যবাদ জ্ঞাপন করছি ।
পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যে সবুজ বৃক্ষাদি ও ফসলাদি রক্ষার্থে ইট ভাটার আক্রমণ থেকে রক্ষা পেতে দেশ ও জাতির স্বার্থে আপনারা এগিয়ে আসবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা মূল্যবান সময় ব্যয় করে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
Leave a Reply