গাজীপুর থেকে এস.এম দুর্জয়,
মুজিব বর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগান নিয়ে গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে (৩১ অক্টোবর)শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পি পি এম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান,সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন ( কালিয়াকৈর সার্কেল)শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী,গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃশাফি উদ্দিন মোড়ল,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু,শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,তেলিহাটি ইউপি চেয়ারম্যান ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার,শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নূর মুহাম্মাদ ফকির,শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদ আলম ভাঙ্গী,শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা,
শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন বি এ,বরমী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম সরকার, তেলিহাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শেখ মোঃহায়দার আলী, শ্রীপুর উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃআরজু সরকার,শ্রীপুর পৌর৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও শ্রীপুর কমিউনিটি পুলিশিংয়ের সহ- সভাপতি ফোরকান খান,শ্রীপুর পৌর শ্রমিকলীগের সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম রফিক,কাওরাইদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল বারেক বেপারীসহ রাজনৈতিক সামাজিক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,পুলিশ এবং জনগণ একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।এতে পুলিশিং অনেক সহজ হয়েছে।সমাজে অপরাধ প্রবণতাও কমে আসছে।
বক্তারা বলেন,এক সময় গাজীপুরসহ শ্রীপুরের মানুষের আইনের প্রতি আস্থা ছিল না।সে দুর্নাম এখন আর নেই।জেলায় আগের চেয়ে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে।কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।এতে জেলার আইনশৃঙ্খলার আরো উন্নতি হবে বলে বক্তারা আশাবাদী।উক্ত অনুষ্ঠান আয়োজন করেন শ্রীপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম।
Leave a Reply