ডেস্ক রিপোর্ট: জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের ছিট হরিপুর গ্রামের বাসিন্দা গরিবের ডাক্তার খ্যাতি পাওয়া ইয়াকুব আলী তার নিজস্ব অর্থায়নে কেনা এসব ওষুধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- কালাই থানা সহকারী শিক্ষা কর্মকর্তা যতন দেব, স্থানীয় পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, মানবাধিকার কর্মী শাহিদুল ইসলাম সবুজ, সংবাদকর্মী আল মামুন, মিলন রায়হানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, সমাজকর্মী ইয়াকুব আলী বেশ কয়েক বছর ধরে নিজ অর্থায়ন ছাড়াও দানশীল ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত গরিব রোগীদের প্রেসক্রিপশন সংগ্রহের মাধ্যমে বিনামূল্যে ওষুধ পৌঁছে দেন।
এছাড়াও প্রতি এক মাস পরপর বিভিন্ন গ্রামের বাসিন্দাদের একত্রিত করেও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে থাকেন।
Leave a Reply