জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
সারাদেশে আদিবাসী নারী ও কণ্যা শিশুদের প্রতি ধর্ষণ, হত্যা, শারীরিক নিযার্তন, যৌন হয়রানী বন্ধ ও সমতল আদিবাসী নারীদের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী নারী ও শিশু কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার বেলা ১১ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর এএনএসকেএস হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন সংস্থার আহ্বায়ক সারোতী রাণী সিং, সহ-সভানেত্রী অঞ্জলি মুর্মু, যুগ্ম-আহ্বায়ক ডলি রাণী মাহাতো, প্রকল্প সমন্বয়ক সোহাগিনী হাজদার মিতালী ।উক্ত সভায়
বক্তরা বলেন, সাম্প্রতিক সময়ে সংগঠিত আদিবাসী নারীর উপর নিপীরণ, ধর্ষণ, সহিংস সকল ঘটনায় দোষীদের সবোচ্র্চ শাস্তির দাবি করেন। ঘটনার শিকার আদিবাসী পরিবারগুলোকে ক্ষতিপুরুণসহ নিরাপত্তা প্রদান করতে হবে, আদিবাসী নারীসহ নারীর প্রতি সকল ধরনের নিযার্তন বন্ধে প্রশাসনের কার্যকর ভুমিকা রাখতে হবে, সমতলের আদিবাসীদের ভুমি রক্ষায় স্বাধীন ভুমি কমিশন গঠন করতে হবে ও সমতলের আদিবাসী নারী-পুরুষদের জীবনমান উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ ও পৃথক মন্ত্রনালয় গঠন করার দাবি জানান ।
Leave a Reply