সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে করোনার গণটিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।
নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ আঃ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক
সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমূখ।
অনুষ্ঠানে শতভাগ করোনার গণটিকা সফলভাবে সম্পন্ন করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও ইউপি চেয়ারম্যানগন, মোঃ ইউনুস আলী, মোঃ রেজাউল করিম ফকির,এম ডি সেলিম রেজা,সদ্দার আমিনুল রশিদ মুক্তি, এ্যাড. হিটলার গোলদার,মোঃ ফারুকুল ইসলাম ওমর, মোড়ল জাহিদুল ইসলাম সহ একজন স্বাস্থ্যকর্মীকে সম্মননা সীকৃতি সরুপ ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানমসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply