বাংলাদেশ খবর ডেস্ক: নিবন্ধন ছাড়াই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ঢামেক হাসপাতালের ভ্যাকসিন সেন্টারে শনিবার এই টিকা কার্যক্রম শুরু হয়। চলবে চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
পুরানা ঢাকা থেকে নিবন্ধন ছাড়া টিকা নিতে আসা হারুন মিয়া বলেন, আমি এর আগে করোনার কোনো টিকা নেইনি। আজ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রথমবার টিকা নিলাম।
ঢামেক হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের ফোকাল পার্সন ডা. মো. ওয়াহিদুর রহমান বলেন, আমরা গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন ছাড়াই করোনার প্রথম ডোজ দেওয়ার জন্য চিঠি পাই। তাই আজ থেকে আমরা নিবন্ধন ছাড়াই টিকা কার্যক্রম শুরু করেছি। যাদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন আছে তাদের টিকা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন নিবন্ধন নেই তাদের মোবাইল নম্বর দিয়েই টিকা দিয়ে দিচ্ছি। যারা নিবন্ধন ছাড়াই টিকা নিচ্ছেন তাদের আমরা সিনোভ্যাক টিকা প্রথম ডোজ দিচ্ছি। এই কার্যক্রম চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
তিনি বলেন, যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নেননি তারা দ্রুত এসে টিকা নিয়ে নিন।
Leave a Reply