বাংলাদেশ খবর ডেস্ক: বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহের ফুলনগরীর চাষিরা। পর পর দুই বছর মহামারির লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা তাদের। কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চান না তারা।
ঝিনাইদহের ফুলনগরী খ্যাত কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক মিরাজুর ইসলাম। ফেব্রুয়ারি মাসে আগত তিনটি দিবসকে কেন্দ্র করে লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন। এ বছর ১৭ শতক জমিতে গাদা ফুলের চাষ করেছেন। শেষ পর্যন্ত ফুল ধরে রাখতে নিড়ানি, আগাছা নিধন, স্প্রে করা, কীটনাশক দেওয়া থেকে শুরু করে সবই করছেন নিজ হাতে। বর্তমানে ৩০০-৪০০ টাকা ভেদে গাদা ফুলের ঝুপ্পা বিক্রি হচ্ছে। যা আগে ছিল ১০০-১৫০ টাকা ঝুপ্পা।
রুবেল হোসেন। থকথকে, চকচকে গোলাপ বাগান করেছেন প্রায় দেড় বিঘা জমিতে। এ মাসের শুরু থেকেই ভালো দাম পেতে শুরু করেছেন তিনি। আশায় বুক বেঁধেছেন সব লোকসান কাটিয়ে উঠবেন এ তিন দিবসে ফুল বিক্রির মাধ্যমে। শ্রমিকের সঙ্গে নিজে থেকে ক্ষেত ও ফুলের পরিচর্যায় খুব ব্যস্ত তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, ফুলনগরী কালীগঞ্জেই এবার ৭৫ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে । পুরো জেলায় ৯০ হেক্টরের কাছাকাছি ফুল চাষ হয়েছে।
বিভিন্ন ফুল চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যদিকে ফুলের ভরা মৌসুমে মাঠভর্তি বাগানে শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকাসহ নানা জাতের ফুল। ফুলের বাগানে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বর্তমানে দাম বেড়েছে সবধরনের ফুলের। প্রতি গোলাপ ৫-১৫ টাকা, জারবেরা ৫-৭ টাকা, চন্দ্রমল্লিকা ১ থেকে দেড় টাকা।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহাইমেন আক্তার বলেন, আমরা সব ধরনের টেকনিক্যাল সহায়তা দিচ্ছি। করোনাকালীন চাহিদা কমে যাওয়ায় ফুলচাষিরা ক্ষতিগ্রস্ত হন। ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বাজারজাতকরণে সহায়তার বিষয়টিও চিন্তাভাবনা করা হচ্ছে।
Leave a Reply