গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, সকল গরীব-নিম্নআয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি চাল সহ স্বল্পমূল্যে রেশন সরবরাহ এবং সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে বুধবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনু্ষ্িঠত হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনের চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, জাহেদুল হক।
বক্তরা বলেন, সাধারণ মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যায় ক্রমাগত বাড়ছে। চাল-সবজি সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে গরীব-নিম্নআয়ের মানুষদের জীবন আজ বিপন্ন, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। ক্ষেতমজুর-দিনমজুরদের হাতে কোন কাজ নেই। এই অবস্থায় মানুষকে রক্ষার জন্য অবিলম্বে ক্ষেতমজুর-দিনমজুরদের প্রতিদিনের কাজ নিশ্চিত করা সহ ১০ টাকা কেজি চাল ও স্বল্পমূল্যে রেশন সরবরাহের দাবী জানান। নেতৃবৃন্দ সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে আহবান জানান। তারা অবিলম্বে বন্ধ পাটকল চালু এবং চিনিকল বন্ধের ষড়যন্ত্র প্রতিহত করতে শ্রমিক-চাষীদের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহবান জানান।
Leave a Reply