দিনাজপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, গাছের চারা রোপন, দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, , উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানার ওসি সুমন কুমার মহন্ত, ওসি তদন্ত মতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
Leave a Reply