কাহারোল থেকে সুকুমার রায়,
দিনাজপুরের কাহারোলে ভোক্তা অধিকার আইনে এক সার ব্যবসায়ীকে অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৪ আগষ্ট বুধবার দুপুরে কাহারোল উপজেলার সদরে মেসার্স শাহীন ট্রেডার্স সার ব্যবসায়ি প্রোঃ মোঃ ইলিয়াস আলীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকের কাছে বেশী দামে সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন’২০০৯ এর ৪০ ধারায় সার ব্যবসায়ী মোঃ ইলিয়াস আলীর ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ্ তমাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন কাহারোল থানা পুলিশ।
Leave a Reply