গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক নারীর ঘরে ঢুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি বর্বরোচিত নির্যাতনের ঘটনায় সকল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
আজ সোমবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জেসহ দেশব্যাপী সংঘটিত নারী-শিশু নির্যাতন ধর্ষণ-হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারী সংগঠনের সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, লিজা উল্যা, ছাত্র ফ্রন্টের সভাপতি পরমানন্দ দাস, সাধরন সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাহবুব আলম মিলন প্রমুখ।
বক্তাগন নোয়াখালী বেগমগঞ্জে দুষ্কৃতিকারী বখাটে দেলোয়ার বাহিনী কর্তৃক প্রকাশ্যে বর্বরোচিত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িত বখাটে দেলোয়ার বাহিনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ সকল মুক্তমনা মানুষকে এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং সেই সাথে নারী নির্যাতন প্রতিরোধে গনতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
Leave a Reply