নারায়ণগঞ্জ থেকে আনিছুর রহমান আনিস,
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।
শুক্রবার দুপুর দুইটার পরে ফায়ার সার্ভিসের ওই সূত্র জানায়, এখন পর্যন্ত ৪৯ টি লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল ভবনের ছাঁদ থেকে লাফ দিয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা ৫২ জন। ভবনের ৫ ম ও ৬ ষ্ঠ তলায় উদ্ধার কাজ করা হলে বলা যাবে মোট কতজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় ১৬ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
শ্রমিক নিহত এবং আগুন নেভাতে দেরির ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা সংরক্ষণাগার থেকে তিনটি শটগান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে আনসার কর্তৃপক্ষ।
Leave a Reply