২ রা মার্চ বিকেল সাড়ে ৪ টায় পাঁচবিবি হিলি সড়কে আটাপাড়া বিওপি ক্যাম্পের সামান্য দক্ষিণে এক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু (৪০ আনুমানিক) হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সঙ্গে কথা বলে যানা যায়,“বিকেলে একটি আখ পরিবহনকৃত ট্রাক্টর পাঁচবিবি অভিমুখে যাওয়ার সময় উল্লেখিত স্থানে দূর্ঘটনার শিকার হন। লাশে নিকট উপস্থিত স্থানীয় চেয়ারম্যান নাজমুল হক জানান ধারনা করা হচ্ছে, মৃত ব্যক্তি আখের গাড়ি থেকে আখ টানতে গিয়ে অসাবধানতা বশত ট্রাক্টরের চাকার নিচে পড়ে গিয়ে মাথা থেঁতলে জায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের সাদা টিশার্ট, গলায় গামছা ও পড়নে লুঙ্গি ছিল। পরে থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্যে মর্গে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply