1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : support :
পাঁচবিবিতে আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা - Bangladesh Khabor
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন! পাকিস্তান ও তুরস্ক থেকে শাহরিয়ার কবিরের মুক্তির দাবি আ.লীগের পথেই হাটলো অন্তর্বর্তীকালীন সরকার : ৩ হাজার টন ইলিশ পাচ্ছে ভারত দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অব্যহতির দাবিতে মানববন্ধন ডিএমপির কাছে যেসব প্রস্তাব দিল পরিবহন নেতারা জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা বাউফলে ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি সমন্বয়কদের নাম ব্যবহার করে ব্লাকমেইল আর সাংবাদিক সেজে ভয়ঙ্কর প্রতারণা সরকারকে ডাবল ইঞ্জিনের গতি আনতে হবে: সাইফুল হক অভয়নগরে গভীর রাতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা নিহত ১, আহত ২

পাঁচবিবিতে আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৯ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত রইচ উদ্দীনের পুত্র শাহাজান আলী (৩০) নিহত হয়। এঘটনায় আজ রবিবার মোহাম্মপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক এবিএম মোজাম্মেল হক তালুকদার ও তার ছোট ভাই পবন সহ ৬ জন  ও অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতর ভাবি মোছাঃ বেদেনা আক্তার। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার একই ইউনিয়নের শাহাজাদপুর এলাকায় জমিজমা সংক্রান্ত জেরে নিহতর পরিবার ও এ মামলার আসামীদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হলে, বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে অহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রæয়ারী সকালে বিরোধীয় শাহজাদপুর মৌজার ১ একর ৬০ শতক সম্পত্তিতে সড়াইল গ্রামের মৃত আব্দুল রহমান তালকুদারের পুত্র এবিএম মোজাম্মেল হত তালুকদার তার ছোট ভাই এবিএম নুরুজ্জামান তালুকদার পবন, খোকশগাড়ী গ্রামের মৃত নায়েব আলীর পুত্র আঃ আজিজ (৪২) সহ ১২-১৫ জনের সংঘবদ্ধ দল জমিতে পানি প্রবেশ করিয়ে হালচাষ দেওয়ার চেষ্টা করে। হালচাষ দেওয়ার সময় মৃত শাহজাহান পক্ষের কয়েক জন বাঁধা দিলে তারা ফিরে যায়। পরে বিকেল ৩ টায় আবারো ঐ জমিতে হালচাষ দিতে শুরু করলে শাহজাহানের ভাতিজা মতিয়ার বাঁধা দিতে গেলে তাকে বেদম মারপিট করে গাছের সাথে বেঁধে রাখে এবং মোবাইল ফোনে পরিবারের নিকট কান্নার খবর পৌঁছাইয়া দেয়। মতিয়ারকে বেঁধে রাখার খবর পেয়ে বহরমপুর গ্রামে থেকে শাহজাহান ও মতিয়ারের পরিবারের লোকজন এগিয়ে এসে মতিয়ারকে উদ্ধারের চেষ্টা করে।
এ সময় এবিএম মোজাম্মেল হক তালুকদার পক্ষের মারপিটে শাহজাহান সহ কয়েক জন আহত হয়। এর মধ্যে শাহজাহানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে শাহজাহানের মৃত্যু হয়। ঘটনার বিষয়ে প্রতিপক্ষ  এবিএম মোজাম্মেল হক তালুকদারের সঙ্গে কথা বললে তিনি জানান, বিরোধীয় শাহজাদপুর মৌজার ২ একর সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘ দিন ধরে তারা ভোগ দখল করে আসছে। জমির বর্তমান রেকর্ড ও খারিজ তাদের পক্ষে আছে। এর পরেও প্রতিপক্ষর লোকজন বিভিন্ন সময় চাষবাদে বাঁধা সহ হুর হাঙ্গামা করে আসছে। তাদের বাঁধা ও হুর হাঙ্গামা বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় কয়েক দফা দেন  দরবার হয়েছে। মামলার বিষয়টি থানার অফিসার্স ইনচার্জ পলাশ চন্দ্র দেব নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION