জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়ায় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে।  জয়পুরহাট পৌরসভা নির্বাচনে সকল প্রার্থীদের মাঝে আজ শুক্রবার বেলা সারে ১১ টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। জয়পুরহাট পৌরসভার নির্বাচনে ৫২ হাজার ৪৭৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ২৫ হাজার ৬১৭ এবং নারী ২৬ হাজার ৭৫৬ জন। মোট ২২ টি ভোটকেন্দ্রে  আগামী ২৮ ফেব্রæয়ারি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তাক (নৌকা), বিএনপি মনোনীত শামছুল আলম (ধানের শীষ), ইসলামী আন্দোলনের জহুরুল ইসলাম  (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম ( জগ ), প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এ সময়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন।জয়পুরহাট পৌরসভার সকল ভোটারবৃন্দসহ উল্লেখযোগ্য ৬নং ওয়ার্ডের জনসাধারণের দাবি নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে এই ওয়ার্ড থেকে মামুনুর রশীদ মামুন ঢেরশ মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবে।
                     
					
					
Leave a Reply