জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন ৩নং ভাদসা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করা হয়।পরে ভাদসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন এর সভাপতিত্বে ৭ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১২.৩০ টায় প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট – ১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম), জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম আলমগীর জাহান, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।উল্লেখ্য উক্ত ভবন নির্মাণের জন্য ১০ শতাংশ জমি বর্তমান ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন নিজের ব্যক্তিগত ১৭ লক্ষ টাকা দিয়ে ক্রয় করে দান করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত ভাদসা ইউনিয়নের প্রায় ৮ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
Leave a Reply