জহিরুল ইসলাম, ঢাকা : বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সামনে থেকে লড়াই সংগ্রাম করেছে, শত শত মামলায় জর্জরিত হয়েছে শুধু হামলা, মামলা’ই নয় গুমের শিকার হয়েছে সেসকল দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করবে দেশ নায়ক তারেক রহমান বলে আশা ব্যক্ত করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার।
গণমাধ্যমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সুজন সিকদার বলেন, স্বৈরাচার সরকারের আমলে
বিএনপি দেশের বৃহত্তর রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও হামলা, মামলায় জর্জরিত ছিল এ দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। শুধু হামলা,মামলা’ই নয় গুম ও হত্যার শিকারও হয়েছেন।
এছাড়াও সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযোগে অভিযুক্ত যা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হামলা,মামলা,গুম,হত্যা উপেক্ষা করেও দলের নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতির জন্য সদা প্রস্তুত থেকেছে সব সময়। তার’ই ধারাবাহিকতায় গত বছরের ৫ ই আগস্টে ছাত্র জনতার সঙ্গে একত্রিত হয়ে বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। তাই আমরা আশা করি, সুসময়ের নেতাকর্মীদের ভিড়ে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা হারিয়ে না যায়। আমাদের দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে।
দীর্ঘ বছর পর বিএনপি স্বাধীনভাবে সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমস্ত নেতাকর্মীদের জনগণের পাশে ও দলের ত্যাগী কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং জনগনই সর্বক্ষমতার উৎস বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গোপালগঞ্জের এই নেতা বলেন, দলের মধ্যে গ্রুপিং কোন্দল ভুলে গিয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে কারণ ষড়যন্ত্রের গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে আর কোন স্বৈরাচার যেনো এই বাংলার মাটিতে মাথা তুলে না দাঁড়াতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাধারণ জনগণের কল্যাণে কাজ করতে হবে উল্লেখ করে সুজন বলেন, আমাদের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাদের একটি কথাই শিখিয়েছে তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করতে হলে আগে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সেই লক্ষ্যে গোপালগঞ্জের কৃতি সন্তান বিএনপির সহ প্রচার বিষয়ক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ভাইয়ের নেতৃত্বে ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জকে বিএনপি’র শ্রেষ্ঠ ইউনিট হিসেবে উপহার দিব।
Leave a Reply