ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, দেশের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য ‘মানবরচিত মতবাদ’কে দাফন করতে হবে। জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদের মহানবী (সা.) শহীদের মর্যাদা দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় স্বাধীনতার পর দেশের মানুষকে আরও একটি স্বাধীনতা অর্জন করতে হবে। মানুষ মানুষের গোলামি করে কখনো স্বাধীন হতে পারে না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের তথ্য সংগ্রহের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে প্রথম স্বাধীনতা অর্জনের পরে আমরা ২০২৪ সালের জুলাই-আগস্টে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। মানুষের ওপর মানুষের গোলামি খতম করে আল্লাহর গোলামি কায়েম করার জন্য আমাদের আবার তৃতীয়বার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে। যদি দেশের ১৭ কোটি মানুষের জন্য সম্মান, কল্যাণ ও স্বাধীনতা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের সংসদে কুরআনের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সবখানে আল-কুরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শহীদদের পথ অনুসরণ করতে হবে। প্রয়োজনে তাদের মতো জীবন উৎসর্গ করতে হবে। শহীদদের মা-বাবা আজ গর্বিত। সেই আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনে এগোতে হবে।
জাতীয় সেমিনারে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এসএম ফরহাদ প্রমুখ। এ সময় শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
Leave a Reply