পাঁচবিবি থেকে এম এ আজিম,
“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যের আলোকে জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃক আয়োজিত, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন খাদ্যসামগ্রী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বহী অফিসার এসএম হাবিবুর হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.মোনতাসির মামুন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.আব্দুল হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন সুরক্ষা বিয়ষে ব্যপক কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে।তিনি সকলকে খাদ্য নিরাপদতায় সকলকে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুর হাসান তার বক্তব্যে বলেন, দেশের মানুষের খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত ও নিরাপদ সুষম খাদ্য পণ্য প্রস্তুত ও বাজার জাত করার ক্ষেত্রে সরকার ব্যাপক পদক্ষেভ গ্রহণ করেছে। তিনি খাদ্য নিরাপত্তা ও নিরাপদ বিষয়ে উপস্থিত সকল ধরণের ব্যবসায়ীদের ভেজাল মুক্ত খাদ্যসামগ্রী পরিবেশনের অনুরোধ করেন। এছাড়া তিনি ভেজালমুক্ত ও খাদ্য নিরাপত্তার বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। সভায় উপস্থিত বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার,উপজেলা (প.প) কর্মকর্তা ডা. রাজেশ্যাম আগরয়াওলা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বুলবুলি,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সোনামুখি ইউপি চেয়ারম্যান রায়েল ইমাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ কবিরাজ মুন্টু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন-কলেজ বাজার সমিতর সভাপতি কাজী সফি সহ বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।
Leave a Reply