ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও কোটি কোটি টাকা লুটপাট করে তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে। আমরা (বিএনপি) কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭টি বছর লড়াই করে দেশের মাটিতেই টিকে আছি।
মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মরহুম আলতাফুর রহমান মাস্টারের বাড়িতে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়নের ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন।
লুনা বলেন, তার স্বামী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। ভাবছিলাম আওয়ামী লীগ সরকার বিদায় হলে এম ইলিয়াস আলীর সন্ধান জানতে পারব; কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে টালবাহানা শুরু করেছে।
তিনি বলেন, অনেক উপদেষ্টা বলছেন নির্বাচনের জন্য নাকি এ আন্দোলন হয়নি। তাহলে কিসের জন্য এ আন্দোলন আর বিপ্লব হয়েছে তিনি প্রশ্ন তুলেন? উপদেষ্টারা বলছেন সংস্কার করে নির্বাচন দেবেন। সংস্কারতো এক-দুই দিনের বিষয় নয়। সংস্কার দেশের প্রতিটি সেক্টরে করতে হবে। উনারা তাদের প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। পরবর্তী সংস্কার নির্বাচিত সরকার এসে করবেন এটাই আমরা বিশ্বাস ও প্রত্যাশা করি।
Leave a Reply