কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও খোকসা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু আনছার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টা থেকে একযোগে ৯টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা আবু আনছার জানান, এ পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে তারিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩৭২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাজু আহম্মেদ পেয়েছেন ১ হাজার ৫৮৩ ভোট। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪৮৯ জন।
Leave a Reply