কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন ,
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনিত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এঘটনা ঘটে।এঘটনায় খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এবিষয়ে বিএনপি’র প্রার্থী রাজু মুঠোফোনে বলেন, রাত ১০ টার দিকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী তারিকুলের ভাতিজা অনিক সহ ১৫-২০ জন হামলা চালিয়ে বাড়িতে মহিলাদের গায়ে হাত তোলে এবং ভাংচুর করে একটি মোটর সাইকেল নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিএনপি’র প্রার্থীর বাড়িতে ঢুকে হামলা করেছিল।এঘটনায় শিমুল ও সিরাজুল সহ ৬ জনকে আটক করা হয়েছে।এখনও মামলা হয়নি।
Leave a Reply