ডেস্ক রিপোর্ট : একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের মুক্তির দাবি জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের মানবাধিকার কর্মীরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ‘মৌলবাদী জঙ্গি শক্তির’ বিরুদ্ধে সদা সরব ছিলেন শাহরিয়ার কবির। তার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী তাহিরা আবদুল্লা ও তুরস্কের নাট্যকর্মী, কবি ও মানবাধিকার আন্দোলনকারী তারিখ গুনেরসেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাহিরা আবদুল্লা লিখেছেন, শাহরিয়ার কবিরকে যে মামলায় জড়ানো হয়েছে, তা ভয়ংকর এবং উদ্বেগজনক। অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আশা করব, তার খুব ভালো আইনজ্ঞ রয়েছেন এবং বাংলাদেশে পুলিশি হেফাজতে রাষ্ট্রীয় সুরক্ষায় তাকে গণপ্রহারে মেরে ফেলার আশঙ্কা নেই। আইনের প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি চলবে বলে আশা করা যায়।’ শাহরিয়ার কবির এবং আরও যে সব রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন তারা সুষ্ঠু বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তাহিরা।
অপরদিকে শাহরিয়ার কবিরকে পরম ঘনিষ্ঠজন উল্লেখ করে তারিখ গুনেরসেল বলেছেন, তাকে গণপ্রহার করার ইন্ধন জোগানো চলছে। আমি কিছু মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।
Leave a Reply