ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ মহাসচিবের কাছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (আইসিপিপিইডি)-এ প্রবেশাধিকারের দলিল আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। সমস্ত বহুপাক্ষিক চুক্তির আমানতকারী তিনি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত ট্রিটি সেকশন প্রধান ডেভিড কে ন্যানোপোলোসের কাছে দলিলটির অনুলিপি হস্তান্তর করেন।
শুক্রবার (৩০ আগস্ট) তিনি মহাসচিবের পক্ষে অনুলিপিটি গ্রহণ করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
মুহিত হস্তান্তর অনুষ্ঠানে বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাদের জনগণের সব মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি যথাযথভাবে প্রমাণিত হয়, সরকার গঠনের ২০ দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ মানবাধিকার চুক্তিতে যোগদানের জন্য সমস্ত অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করেছে।
Leave a Reply