পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলা লাঙ্গলবন্দ এলাকায় ময়ামায়া সেবাশ্রম এর উদ্যাোগে শুরু হয়েছে ৮ দিনব্যাপী একনাম সংকীর্তন
উক্ত একনাম সংকীর্তন অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে। উক্ত অনুষ্ঠান ১০ মার্চ হতে ১৮ মার্চ পযন্ত চলবে।
এ সময় একনাম সংকীর্তনে দায়িত্বে থাকা বিমল চন্দ্র জানায়, ২০২৪ সালের ১০ মার্চ হতে লাঙ্গলবন্দ এলাকা ৮দিনব্যাপী একনাম সংকীর্তন এর আয়োজন করি সকাল থেকে রাত পযন্ত এখানে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে। প্রতিবছর গৌবিন্দের কৃপায় ভক্তদের অনেক সাড়া পাচ্ছি ও ভক্তরা কৃষ্ণনাম শ্রবণ করে থাকে ও প্রতিদিন প্রসাদের আয়োজন রয়েছে।
Leave a Reply