ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারী হাসিলতা বিশ্বাসকে (৭০) মুখ ও হাত বেঁধে হত্যা করে সেবাশ্রমের প্রণামী বাক্স থেকে আনুমানিক ২৫/৩০ হাজার টাকা, পূজারীর গলার সোনার চেইন, নাকের স্বর্ণালঙ্কার সহ সেবাশ্রমের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (৩ মার্চ) সকালে ওই আশ্রম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মালিবাতা গ্রামের বিশ্ববন্ধু সেবাশ্রমে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পূজারী হাসিলতা বিশ্বাস সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানীপাড়ার মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, মালিবাতা সেবাশ্রমে দীর্ঘ ১০ বছর ধরে পূজা অর্চনা ও দেখাশুনা করে আসছিলেন হাসিলতা। শনিবার রাতে ওই আশ্রমে তিনি একাই ঘুমিয়ে ছিলেন। রোববার (৩ মার্চ) ভোরে কয়েকজন এলাকাবাসী আশ্রমে গেলে আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে ভিতরে গিয়ে আশ্রমের পূজারী হাসিলতার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হতে পারে। এছাড়া ওই বৃদ্ধার ঘরের আলমারী ও আশ্রমের দান বাক্স ভাঙা ছিলো। বিষয়টি শুধু পুলিশ নয় বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তদন্ত শেষে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের সাধারণ সম্পাদক গৌতম পান্ডে বলেন, রবিবার সকাল আনুমানিক ৭.০০ টার দিকে স্থানীয় ডা. প্রাণকৃষ্ণ সেবাশ্রমে পূজা দিতে গেলে পূজারী হাসিলতার মুখ-হাত বাঁধা মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আমরা ধারণা করছি বেশ কয়েকজন দুর্বৃত্ত মন্দিরে ঢুকেছিলো। গামছা দিয়ে তারা হাসিলতার মুখ ও হাত বেঁধেছিল। তাকে হয়তো শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ আশ্রমে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এবারও হয়তো চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করেছিলো। দুর্বৃত্তরা আশ্রমের গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিপন বিশ্বাস এর বক্তব্য জানতে চাইলে তিনি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত আইনী প্রক্রিয়ায় আনার জন্য সমস্ত হিন্দু সমাজকে জেগে উঠার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সমাজের এত অবক্ষয়ের পিছনে আছে মাদক ও জুয়া। জুয়া আর মাদকের টাকা জোগাড় করতে এই ধরণের দুর্বৃত্তদের পক্ষে যেকোন ধরণের অন্যায় কাজ করা সম্ভব।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল পান্ডের সাথে কথা বলে জানা যায়, আশ্রমটি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটা বেশ নীরব এলাকা। তাই হত্যাকরীরা হত্যার পরে সহজেই সেই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জোর দাবী জানান।
Leave a Reply