মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট সদর থানার এস আই রুহুল ইসলাম, জেলার মধ্যে জানুয়ারি/২০২৪ মাসে শ্রেষ্ঠ এস আই হিসাবে নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাটের সদর থানার একজন দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন।
গত ১৫ই ফেব্রুয়ারি জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করেন মাননীয় লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
শ্রেষ্ঠ এস আই সম্মাননা স্মারক বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, সহকারী পুলিশ সুপার ফরহাদ ইমরুল কায়েস, বি সার্কেল, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, সহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, আরও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
লালমনিরহাট সদর থানার এস আই রুহুল ইসলাম বলেন, আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply