স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল প্রবেশপত্র তৈরি করে এসএসসি পরীক্ষা দিতে এসে জিসান শেখ নামক এক পরীক্ষার্থী এখন রয়েছে শ্রী ঘরে। সে সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের মনির শেখের ছেলে এবং পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমি এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
গত বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিন উপজেলার সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্র থেকে আটক করা হয় তাকে।
জানা যায়, উক্ত ভূয়া পরীক্ষার্থী ২০২৪ সালের এসএসসির টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য্য হলে বিদ্যালয় কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষার ফরম পূরন করতে সুযোগ দেয়নি তাকে।
অন্য দিকে, একই শিক্ষা প্রতিষ্ঠানের রিফাত শেখ নামক এক শীক্ষার্থী গত বছরে এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিত বিষয়ে ফেল করে। উক্ত রিফাতের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড পঁচিশ হাজার টাকার বিনিময়ে চাচাতো বোনের স্বামী ইয়াসিন মিনার মাধ্যমে জাল করে জিসান এ বছর পরীক্ষা দিতে আসে। কিন্তু পরীক্ষা শীটে স্বাক্ষর করার সময় কর্তব্যরত শিক্ষকের হাতে ধরা পড়ে সে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে জিসান শেখ কে তিন বছরের জন্য পরীক্ষা থেকে বহিস্কার করে নিয়মিত মামলা রুজু করার জন্য নির্দেশ দেন পুলিশকে।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, পাবলিক পরীক্ষা এ্যাক্ট আইনে মামলা রুজু করে ভূয়া পরীক্ষার্থী জিসান শেখকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply