মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার আহবায়ক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, যশোর জেলা শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক মোল্লা জাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদসহ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের অসংখ্য নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সম্মেলনে প্রধান অতিথি সরদার অলিয়ার রহমান অভয়নগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ৫১ বিশিষ্ট ও নওয়াপাড়া পৌর শাখার ৩১ বিশিষ্ট কমিটি ঘোষণা করে অনুমোদন করেন।
Leave a Reply