1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : support :
রেকর্ড উৎপাদনেও লোডশেডিং, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ - Bangladesh Khabor
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

রেকর্ড উৎপাদনেও লোডশেডিং, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পরেও দেশজুড়ে দেখা যাচ্ছে লোডশেডিং। তাপদাহের পাশাপাশি বিদ্যুৎ সংকটের ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এ অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর গ্রীষ্ম সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে সেটা আমরা ধারণা করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা পূর্ব প্রস্তুতির স্বাক্ষরও রেখেছি। কিন্তু গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে বর্তমানে নজিরবিহীন দাবদাহ চলছে। এর ফলে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি।

এমন পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ বিভাগ কাজ করছে জানিয়ে তিনি বলেন, আশা করছি খুব শীঘ্রই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। ধৈর্যধারণের জন্য গ্রাহকদের ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION