ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের বারিধারা (থানার সামনে) মহল্লায় ৪ বছরের নিজ সন্তানকে চার্জার তার দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আপন মা।
হত্যা নিশ্চিত করে থানায় গিয়ে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন ঘাতক মা। ঘটনা আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালের।
নিহত ওই শিশুর নাম কণিনীকা। তার পিতা নয়ন কুমার পাল একজন ব্যাংক কর্মকর্তা। তারা এখানে ভাড়া থাকত বলে জানা গেছে।
তাদের স্থায়ী বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ আধুনিক জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply