মুক্তার হােসেন, গাদাগাড়ী : রাজশাহীর গাদাগাড়ীত মার্শাল প্রশিক্ষণ দিয়ে একটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত করার শপথ।
উপজেলা গােগ্রাম ইউনিয়নের জগপুর গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘােষনা। সােমবার (৫ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৪টায় জগপুর উচ্চ বিদ্যালয় মাঠ, জগপুর গ্রাম উন্নয়ন কমিটির আয়ােজন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গাদাগাড়ী এপির সহযােগীতায় বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘােষনা করা হয়।
গ্রােগাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গােদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম।
বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ভুমি সবুজ হাসান,গাদাগাড়ী মডেল পরিদর্শক(তদন্ত) আনােয়ার হােসেন,পল্লী উনয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদশ গাদাগাড়ী এপি ম্যানজার লাবলু খান প্রমূখ। জগপুর গ্রাম ৮২ জন ছল ও ময়,উপজলা ৬টি গ্রামর ১৭৫জন ময় যাদর বয়স ১২ থক ১৮ বছর তাদর মার্শাল আর্ট প্রশিক্ষণর মধ্য উপযুক্ত বয়স বিবাহর অঙ্গীকার করিয় বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসব ঘাষণা দয়া হয়ছ। শিশু ফারামর সভাপতি মাসা: মনিরা খাতুন বলন, নপালিয়ন বানাপাটর উদারণ দিয় বলন, ”একটি শিক্ষিত মা-ই পার একটি শিক্ষিত জাতি উপহার দিত”। তাই বিয়র পরিবর্ত আমাদর শিক্ষিত হয় দশ গঠন গুরুত্বপূর্ণ পালন করার সুযাগ চান উপজলা ও থানা প্রশাসনর কাছ।
উপজলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয় সকল ধরনর সহযাগীতা করব বল তাদর নিশ্চিত কর। এ সময় উপ¯িত ছিলন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদশ গাদাগাড়ী এপি প্রাগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা ও মিল্টন রাজারিও। অনুষ্ঠান শষ মার্শাল আর্ট প্রশিক্ষর্ণীদর হাত সনদ তুল দয়া হয়।
Leave a Reply