কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলা হাটমুড়া গ্রামে সালিশী বৈঠকে হামলার মূল আসামী পলাতক ৭জন। পলাতক আসামীরা হলেন, আরিফ পিতা.আলমাছ (২০) সফিউল্লাহ পিতা.মৃত-আছমত আলী, আলমাছ পিতা-আছমত আলী, সজিব পিতা-ফজলু, সাজ্জাদ পিতা-সাকাল, সাকাল পিতা-আছমত আলী, ফজলু পিতা-আছমত আলী তারা প্রত্যেকেই হাটমুড়া গ্রামের স্হায়ী বাসিন্দা।
জানা যায়, সালিশ বৈঠকে হামলার ঘটনাকারীদের নামে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করার পরের দিন বাড়ি থেকেই উধাও হামলাকারী মূল আসামীগন। আসামীগন বাদী পক্ষের লোকদের ও বারৈয়ারা উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মোঃবিল্লাল হোসেন সরকার কে সহ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন এবং বাড়ী ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিবেন বলে ও ভয়ভীতি দেখাচ্ছেন।
অন্যদিকে, মাথায় প্রচন্ড আঘাত বিভিন্ন স্হানে আঘাত প্রাপ্ত ছাদেক মাষ্টারের ছেলে ডুবাই প্রবাসী মাসুদ রানা ও মোজাম্মেলসহ বারৈয়ারা গ্রামের বাসিন্দা মোতালেব পাটোয়ারীর ছেলে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত আলামিন পাটোয়ারী পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এখনোও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন,তবে তার পরিবারের কাছ থেকে জানা যায় আলামিন পাটোয়ারীর অবস্থা আশঙ্কাজনক।
তাই হামলাকারী মূল পলাতক আসামীদের ধরিয়ে দিতে প্রশাসনকে সহযোগিতায় এগিয়ে আসতে দেশবাসীর নিকট একান্ত সহযোগিতা কামনা করছেন বাদীপক্ষের লোকজন।
আসামীগন বর্তমানে ৩০৭/১০৯ ধারাসহ মামলার এফেয়ার ভুক্ত আসামী-মামলা নং-সি.এ,বি.এ ৭/২২(৪)।
Leave a Reply